বিজয়ী বাংলা
ঊনিশশত সাতচল্লিশে
নিখিল ভারত ভাঙলো,
পাকিস্তান ও ভারত নামে
দুই দুটি দেশ রাঙলো।
পাকিস্তানে পূর্ব পশ্চিম
ফাটল ঠিকই ধরলো,
পূর্ববাংলা স্বাধীনতার
শপথ মনে গড়লো।
পাক শাসকের অত্যাচারে
পূর্ব যখন ভরলো,
বঙ্গবন্ধুর ডাকে মানুষ
যুদ্ধ শুরু করলো।
রক্তক্ষয়ী যুদ্ধ হল
শহর ও গ্রাম পুড়লো,
যার যা ছিল তা নিয়ে সব
চ্যালেঞ্জ তারা ছুড়লো।
নয়টি মাসের যুদ্ধ শেষে
বীর বাঙালি হাসলো,
ডিসেম্বরের ষোলো তারিখ
বিজয় দিবস আসলো।