Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রত্যাশা

জীবন আর মৃত্যুর মুখোমুখি ঝুলন্ত সাঁকো
দু ফোটা হিম দিয়ে না-হয়
আমার নামটি লিখে রাখো
কত পথ কত দিকে গেছে এঁকে-বেঁকে
জীবনের কথা তবু কেউ লিখে রাখে। 

মৃত্যুর মুখ দিয়ে রাত্রির দুখ
শিশিরের ফোটা আমার, সাড়াও অসুখ
ধানক্ষেতে শিস দিয়ে ছোটে ছেলেবেলা
ঘুড়ির মতো বাজী ধরে, উড়ে যাবে খেলা। 

এলোমেলো পঙতি চলতে চলতে
তোমাকে জাগাবে ঠিক, আমার দুহাতে
ততদিন তুমি আমার, কাছে কাছে
পাশে পাশে থাকো
হে প্রত্যাশা, জীবনে জীবন দিয়ে লিখবো কবিতা। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ