বিবশ চেতন
ইচ্ছে হলো আকাশটাকে ছুঁয়ে দেখি
লাটাই ছিঁড়ে উড়ছি আমি মুক্তমনে,
গাছের শাখে কোকিল ডাকে মধুর সুরে
এলোকেশী দখিন হাওয়ার আলিঙ্গনে।
স্বাধীনটাকে বক্ষে ধরে উড়ছি যখন
চলার পথে ভাঙলো আমার ইচ্ছে ডানা,
স্বাধীন বুঝি বিবশ চেতন আঁধার ঢাকা
রক্ত -লোলুপ নাগর এসে দিচ্ছে হানা।
বুকের ভিতর তীব্র আগুন উঠলো জ্বলে
অট্টহাসির বাতাস কাঁপায় কংস মামায়,
স্বাধীনতার ডংকা বাজায় মুখোশধারী
ব্যথার দহন দু’চোখ ভরে বৃষ্টি নামায়।