শেখ মুজিব শাহাদাত হোসেন তালুকদার প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৭ এএম বাংলার প্রদীপ তুমি এনেছিলে জন্মভূমি হানাহানি, রেষারেষি করেছিলে সবই শেষ। যুদ্ধ,বিগ্রহ সবই ছিল অহরহ তোমারি দেহাত্যয়ে বাঙালি গায় বিরহ। তুমিই যে মহারথী স্বাধীন বাংলার বিচারপতি যুদ্ধের কর্ণধার, তুমি মুজিব বহুদর্শী বাংলার অহংকার। Share