Skip to content

২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিশ্রিত আবরণ

তুমি যে আমার কবিতার রঙ
মিশ্রিত আবরণ;
পাণ্ডুলিপির ভাষ্য ও টীকা
কথামালা উন্মোচন!

অব্যক্ত দ্রোহ নিশাচর পাখি
জীবনের নানা রূপ;
ছন্দের মিল বর্ণের ছাপ
নিখিলের ছায়াধূপ!

তুমি যেন সেই সুবাসিত হাসি
হৃদ ফসলের মাঠে;
বজ্রপাতের আওয়াজে ডরি
মন্দ কী এ ললাটে!

কান্তার মরু বিভীষিকা রাত
কোথাও যে কেউ নেই;
সুদিনে আমারে দিয়েছে ভরসা
বন্ধুরা অনেকেই!

এই দুর্গম পথের পথিক
হয়েছি আপন রোষে;
ভালোটা কী চাও চোখটা রাঙাও
পোড়ো অহমিকা দোষে!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ