Skip to content

১১ই জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৭শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

যদি আমি ভুলে যাই

যদি আমি ভুলে যাই শূন্য'র কত মূল্য 
সরল অংক জটিল হবে আসমান তুল্য
ভুল হবে যোগ, বিয়োগ, গুণন আর ভাগ
নিরীক্ষায় প্রতীয়মান লাল কলমের দাগ।

 

যদি আমি ভুলে যাই জীবনের কত মূল্য 
ভ্রান্ত পথের পথিক হব অমানুষের তুল্য
নির্বোধের দল ভারী হয়ে সম্পর্কে ভাগ!
জীবন খাতায় জমা হবে কলঙ্কের দাগ। 

 

যদি আমি ভুলে যাই সভ্যতার কত মূল্য 
ধ্বংস সমাজ, জ্বলবে আগুন নরক তুল্য
হিংসা ও হানাহানিতে সংস্কৃতি হবে ভাগ
এ দেশের স্বাধীনতায় আবার রক্তের দাগ!

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ