মহালয়া
দুগ্গা মায়ের বোধন হবে
খুশি ঘরে বাইরে,
মহালয়া শুরু যবে
ঢাকে কাঠি চাইরে।
দিনটা গোনে খোকাখুকি
মহালয়া কবে?
ভোর প্রভাতে উঠতে হবে
দেখতে মা’কে সবে।
ঢাকে কাঠি পূজোর ঘ্রাণে
মনটা উড়ুউড়ু,
শরতের অই পাগলা মেঘে
বুকটা দুরুদুরু।
নমঃ করে মন্দিরেতে
মায়ের ও মুখ পানে,
চাইবো ক্ষমা শুদ্ধ মনে
মায়ের মধুর টানে।
অনন্যা/এসএএস