Skip to content

২রা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অকৃতজ্ঞতার বিষ ঢালি সভ্যতায়

ক্লান্তিতে বট ছায়ায় মন জুড়াই- 
অজান্তে বাকল তুলে ফেলি, রক্তাক্ত করি,
নীরব ক্রন্দন পৌঁছায় না কর্ণকুহরে।

 

গঙ্গাস্নান শেষে সূর্যালোকে পরিশুদ্ধ হই –
ভুলে যাই জল, সূর্যের অনুদানের কথা, 
কষ্টগুলো অনুভব হয় না গভীরতায়। 

 

সুবিধা নিই, স্বার্থপর হওয়ার প্রত্যয়-
অকৃতজ্ঞতার বিষ ঢালি সভ্যতায়,
চরিত্রে কলঙ্ক স্বেচ্ছায়, অনিচ্ছায়।  

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ