বিজয় বেশে
শিশির ভেজা দুর্বা ঘাসে ছেলেটি এসে দাঁড়ায়
ভোরের আলো ফুটছে এসে মাল পাড়াটার গাঁয়
যেই ছেলেটি যুদ্ধে গিয়ে হারাল আপনজন
এখনো তাঁর অশ্রু ঝরে ভাসে দু'নয়ন।
তুলি তাঁর যায়নি থেমে আঁকে সোনার ছবি
তুলির আঁচড়ে ওঠে ভেসে স্বাধীনতার রবি
আঁকতে পারে এই ছেলেটি গ্রাম নগর শহর
আরও আঁকে সবুজ মাঠ বয়ে চলা নহর।
আঁকতে পারে এই ছেলেটি দুখিনী মায়ের মুখ
শত্রুর সামনে দিতে পারে উদাম করা বুক
যুদ্ধ জয়ে এই ছেলেটি উড়ায় বিজয় নিশান
বিজয় এলো ঠিক আমাদেরই গেছে লক্ষ প্রাণ।