Skip to content

ঈদের খুশি

ঈদের খুশি

ঈদের খুশি যাক ছড়িয়ে
এ ঘর ও ঘর সব ঘরেতে
যাক ঘুচে থাক সকল কাল
যা লুকানো অন্তরেতে।

হাতে হাতে হাতটা মিলাও
বুকটা মিলাও পরস্পরে
রইবে না আর হিংসা কোনো
ভালোয় যাবে হদয় ভরে।

সবাই হবে আপন তোমার
রইবে না আর দূরের কেহ
সবাই হবে ভাতৃপ্রতিম
থাকবে ভরে আদর স্নেহ।