লকডাউন
জীবন আবার থমকে যাবে,
মহামারীর আতঙ্কে!
সন্তানের পেটের জ্বালায়,
মা আজ ভিক্ষা চাইছে?
বেকারত্বের অন্ধকারে,
রান্নাঘরে তালা ঝুলছে।
সম্প্রীতি তুমি কি একত্রিত করতে পারবে?
উড়ন্ত চুল্লির ভাতের হাঁড়িতে।
ওদের দু-বেলাও জোটেনা ভাত,
ভাগ্যের থালাতে
আজও ওরা অভুক্ত থেকে গেছে!
হে মানবদরদীর সভ্য,
একবার উড়ন্ত চুল্লিকে বলবে?
পথের মধ্যিখানে কত অভুক্ত,
ওরা চায় একমুঠো লবণ ভাত খেতে!
স্তূপীকৃত জঞ্জালের মাঝে
আজ ওদের বসবাসের স্বপ্ন গড়েছে!
এই বিপদের মহামারীতে,
একতাই জীবনের উন্নয়ন ঘটাতে পারে।
মানবধর্মে যাও জাত-পাত ভুলে,
মুক্ত সহযোগিতার হাত বানাতে হবে।
তবেই তোমার আমার সকলের,
ভাগ্যের থালায় একমুঠো ভাত জুটবে।
না হলে মহামারীর অস্ফালনে,
ভাগ্যের থালাতে
মানুষ মানুষকে ছিঁড়ে খাবে?