মায়ের মতো দেশ
এদেশ আমার মায়ের মতো
মায়া ভরা মুখ
আর কোথাও পাইনা খুঁজে
তারচে বেশি সুখ।
বুক জুড়ে তাঁর হাজার নদী
সবুজ শ্যামল মাঠ
তাঁরই মাঝে পাই যে খুঁজে
জীবন চলার পাঠ।
এই বাংলার আকাশ বাতাস
মাটি নদীর জল
আহার যোগায় তৃষ্ণা মেটায়
বাড়ায় মনের বল।
ভালবেসে এই বাংলার
মাটি মানুষ ভাষা
এই বাংলায়ই কাটিয়ে জীবন
মরিবার করি আশা।
অনন্যা/এসএএস