অতিথি পাখি
শীত এলে উড়ে আসে
পরিযায়ী পাখি
তাদের নিধন না করে
দেখে তাদের রাখি।
ওরা এলে আমাদের দেশে
পরিবেশ হবে ভালো
ওরা হলো আমাদের অতিথি
সবাইকে ভালোবাসতে বলো।
সৌন্দর্য বাড়ায় আমাদের দেশের
মনে আনে প্রশান্তি
দেখে এসো আড়িয়াল বিল
লাগবেনা কোন ক্লান্তি।
অতিথি পাখির বিচরণ দেখে
খুশিতে মাতে মন
করবনা নিধন অতিথি পাখি
হোক সবার পণ।