Skip to content

৮ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | শনিবার | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপকথার নগরী

যাচ্ছি ছুটে আমি দূরের সেই অচিনপুরে
হাসনাহেনা ফুলের গন্ধ গায়ে মেখে।
দুটি চোখে রূপকথার অফুরান গল্প এঁকে
যেখানে বন ময়ূরী সানন্দে নৃত্য করে।

রোদের আলো বিকাল বেলা খেলা পাতে
হেথায় তিতাস মনের বার্তা শুধায়।
আর্জি জমে নীল গগনে সবিই অকপটে
জোয়ার বহে পরম শীতল ধারায়।

সামনে ছিলো মস্ত বড়ো করতোয়া নদী
সুরের মূর্ছনায় বয়ে চলে নিরবধি।
কান পেতেই রাখি উত্তরের ঝিলিম বনে
কাকাতুয়া পাখি ডাকে নামে যদি।

হাঁটতে হাঁটতে এলাম পড়ে অচেনা দেশে
থাকে যেখানে সকলেই মিলেমিশে।
কারও চোখে ভুলে একবিন্দু জল গড়ালে
সবার কান্নায় সমস্ত নগরী ভাসে।

ভালোবাসার আমৃত্যু বন্ধনে আবদ্ধ হয়ে
ছলোনার নেই একরত্তি অবকাশ।
রূপকথার মতোই একে-অন্যকে জড়িয়ে
আত্মার মায়ায় তাদের বসবাস।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ