Skip to content

২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খেরোপাতা

প্রচণ্ড দাবদাহে ভীষণ খরা দিচ্ছে ধরা বসুমতির বুকে,
ব্যন্ধা মেঘমালা ঈশান কোণে উঁকিঝুঁকি গোমড়া মুখে ,
বেলাজ স্বপ্নরা বেওয়ারিশ বাসনার জল ছবি আঁকে
উদাস পথিক হারিয়েছে পথ জীবন নদীর এই বাঁকে।

পুণ্যি কাজে ফেরার মন দেউলিয়া ঘূনে ধরা এ সমাজে ,
ভিক্ষুকের কেল্লাকেটে দরবেশ সাজে সবে সকাল সাঁঝে।
গাহি মানবতা ও সাম্যের গান ছাইদানি ভেঙে যায় গর্দান,
লেবাজিরা মহিয়ান বিকায় ইমান মানুষ নামের হনুমান!

শিকার শিকারির আঁখিতে ও বিস্ময় ভাবুকের পরাজয়,
ষোড়শী ধরনীর কামনার জ্বালায় পুড়ে ট্রয় অবলীলায়।
ধর্ষিত মনুষ্য তাই কি সভ্যতা আজ বিপথে পা বাড়ায়?
বেদুইন সময় কষ্টের নোনাজলে স্নান শেষে ঠায় দাঁড়ায়!

কুমারী ফুলের জলসায় সর্বংসহা প্রেয়সী যে অসহায়,
পোয়াতি চাঁদ মায়াবী রাত ব্যস্ত মল্লযুদ্ধের পান্তশালায়,
পাঁচতলা না গাছতলা ভাঙাভেলায় মাঝির মনের খেলায়!

ভেজালের বেড়াজালে বন্দি নৈতিকতা আর নীতি কথা
দ্রব্যমূল্যের অতি উচ্চদরে বাজল বারোটা যেন ইতিকথা
আশা নামের ফানুস নামতে নামতে প্রাণটা খেরোপাতা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ