গিরগিটি ও মুখোশ মানুষ
গিরগিটিটা লজ্জা পেলো
রঙের মানুষ দেখে
রঙের মানুষ সঙ সেজেছে
রঙের ঝিলকি মেখে।
কে যে আসল কে যে নকল
কে যে মুখোশ পরে,
গিরগিটিটা দেখেই অবাক
কেমনে মানুষ করে!
ক্ষণে ক্ষণে রঙ পাল্টানো
মুখোশ মানুষ পারে,
গিরগিটি তার রঙ হারিয়ে
খুঁজে দ্বারে দ্বারে।
অবশেষে গিরগিটি
মেনো নিলো হার,
রঙ পাল্টানোয় মানুষ সেরা
জয়ের মালা তার।
অনন্যা/এসএএস