Skip to content

২১শে ফেব্রুয়ারী, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৮ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ

মহাকাল

গুলিটা বুকের ঠিক ডান পাশ ভেদ করে-
টগবগে যুবক ছটফট করে মাটিতে লোটায়
নির্মমতার আবহ সৃষ্টি হয় মুহূর্তে,
রক্তাক্ত দেহ নিথর পৈশাচিক আবর্তে।
কম্পিত আকাশ মায়ের আর্ত-চিৎকারে
স্বজনের বুক থেকে ঝরে পড়ে দীর্ঘশ্বাস।

তোমার আমার যুদ্ধ চলবে আর কতকাল?
আর কত গুনতে হবে মনুষ্যের মহাকাল?
এবার শান্ত হও, ক্ষান্ত হও, হে নরাধম!
তুমি উত্তম মেনেই আমি হলাম অধম।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ