Skip to content

নতুন বছরে প্রত্যাশা

নতুন বছরে প্রত্যাশা

জীবন থেকে পুরনো বছর নিলো যে বিদায়
তাইতো আজি ব্যথিত আমি হৃদয়ের পিড়ায়।
বিদায় ক্ষণে মনে পড়ছে অতীতের সব কর্ম
তাচ্ছিল্যে পার করেছি দিন বুঝিনি তো মর্ম।
যে কোনো কর্ম করতে গিয়ে দেইনি মনোযোগ
নানান ভুলের খেশারতে বাড়ছে হৃদয়ে শোক।

পুরনো বছর বিদায় নিবে এই হলো রীতি
নতুন বছর দুয়ারে এলে বাড়ে তার প্রীতি।
জীবন থেকে অতীতের সব ব্যর্থতা যাক ঝরে
নতুন বছরে সুখ শান্তি বিরাজ করুক ঘরে।