Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রক্তে কেনা দেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর
সবার প্রিয় একটি নাম,
হাওয়ায় ভেসে তাঁর মহিমা
যায় ছড়িয়ে শহর-গ্রাম।

 

একাত্তরের সাতই মার্চে
রেসকোর্সে ভাষণ দেন,
সেই ভাষণের পরেই সবাই
যুদ্ধের প্রস্তুতি নেন।

 

ছাব্বিশে মার্চ দিলেন তিনি
দেশের স্বাধীনতার ডাক,
এক হয়ে সব বীর বাঙালি
দেন হটিয়ে হিংস্র পাক।

 

ডিসেম্বরের ষোলোতে হয়
নয়টি মাসের যুদ্ধ শেষ,
তিরিশ লক্ষ প্রাণের তাজা
রক্তে কেনা সোনার দেশ।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ