Skip to content

১৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলের মতো জীবন

ফুলের মতো জীবন আমার
গঠন করে দাও,
তুলেছি যে হাত, দয়াময়
কবুল করে নাও।

তুমি ছাড়া কে আর আছে
মনটা বুঝে যাও,
মুখে বলার আগে তুমি
সব যে বুঝে নাও।

গোলাপের মতো এই জীবন
রাঙিয়ে যে দাও,
জীবন কালোর সময় তুমি
সদয় আমার হও।

এই ফরিয়াদ করি আমি
কবুল করে নাও,
মরণ কালে কালিমা যে
মনে করে দাও।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ