ফিরিয়ে আনি সেই অরণ্য
ফিরিয়ে আনি সেই অরণ্য বৃক্ষরাজি
বৃক্ষনিধন বন্ধ করি সবাই আজি।
ফাটছে মাটি ভরাট নদী তপ্ত খরায়
ঝড়ঝঞ্ঝা মহামারী আসছে ধরায়।
শব্দ,বায়ু,পানি, দূষণ করছে মানুষ,
হাতের মুঠোয় আনতে ধরা উড়ছে ফানুস।
বৃক্ষ হল এই নিখিলের আদি প্রাণ,
স্বার্থ লোভে শুকছে মানুষ পঁচা ঘ্রাণ।
ধ্বংসলীলায় মত্ত হয়ে মরছে নিজে
রৌদ্রদহে তপ্তবপু ঘামছে ভিজে।
সপ্তসায়র উথালপাতাল কোপন ঢেউ
গহীন বিপিন উচ্ছেদে আজ কাঁদছে ফেউ।
চারিদিকে বইছে শুধুই বৈরী বায়ু
অধিক লোভে হারায় মানুষ জীবনআয়ু।
রৌদ্র্রু ক্ষরা জলবায়ুর এই অগ্নিতাপ
পুড়িয়ে দিক অমানুষী গর্ব দাপ।
নতুন করে জাগুক আবার নতুন চেতা
সবুজ বনে ভরিয়ে দিয়ে হোক না জেতা।
এসো সবে একসাথে আজ পণ করি,
সবুজ -শ্যামল ধরার মাঝে জীবন গড়ি।