Skip to content

১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

একদিন চট করে বদলে যাবো

দিন বদলের হাওয়া লেগেছে সবখানে
আমিও নতুন সুর বেঁধেছি পুরান গানে।
শীতের হাওয়া ফুরায় যদি ফাগুন দিনে
মায়াও একদিন ঘরটা বাঁধে পুরান ঋণে।

হঠাৎ আমার আকাশ দেখি মেঘে ঢাকা
বুকের ভেতর গুমোট হাওয়ার ছবি আঁকা
তোমায় পাবো এমন কথা কেমনে বলি?
তাই তো আমি ভিন্ন পথে একলা চলি

তোমার পথে ফুল বিছিয়ে যেই গান বাঁধি
সেই গান শুনে হাসো তুমি- আমি কাঁদি
আর কত দিন অপেক্ষাতে কাটাবো দিন
বুকের ভেতর বিষের জ্বালা কোথায় গো বিণ

আর যদি না সইতে পারি বদলেই যাবো
চট করে খুব বদলে গিয়ে মরণ পাবো।
হঠাৎ যদি হারাই আমি তাঁরার দেশে
আমায় সেদিন খুঁজবে তুমি পাগল বেশে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ