মাঘের শীত
মাঘের শীতের দাপট ভারী
কাপি থর থর
উদোম পায়ে ঘুরছে শিশু
অবিচল হর হর।
সর্দি কাশি নিত্য সাথী
ওষুধ পথ্য সঙ্গে রাখি
তবুও লাগে ডর
কখন জানি অবুঝ শিশুর
হয় যে ভীষণ জ্বর।
মাঘের শীতের দাপট ভারী
কাপে বনের বাঘ
ব্রা²ণ বাবু বাঁচতে বেচে
লেপ তোশক আর খাট।
তাইতো বুঝি শীত নেমেছে
বেধে আট ঘাট।