Skip to content

১১ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতীক্ষা

সারক্ষণ যা ভেবে ভেবে কেবল মরি
মরিয়া হই আবেগে সকাল গোধূলি
ম্লান বসন্তে জানি কোকিল ডাকে না ,
আর্দ্রতা জমে চোখের কোণে
ধূসরীমা ছায়া ফেলে মননে মগজে
ময়ুরপঙ্খী নৌকা আমার জলে ভাসে না ,
স্বপ্ন সেতো আলেয়ার আলো
তোমার জন্য আমার প্রতীক্ষা
কোনোকালেই বুঝি হায় ফুরাবে না।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ