Skip to content

৮ই অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ | শনিবার | ২৩শে আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

ফাগুনের হাওয়া

ফাগুনের হাওয়া করে আসা-যাওয়া
আমাদের আঙিনাতে,
সুড়সুড়ি দেয় শিমুল, পলাশ
কৃষ্ণচূড়ার হাতে।

রঙিন ফুলের পাপড়িকে ছুঁয়ে
মুচকি মুচকি হাসে,
সবুজ পাতার সমুদ্রে হাওয়া
পুলকিত মনে ভাসে।

গাছের শাখায় নাচে তালে তালে
কোকিলের কুহু সুরে,
বেসামাল হাওয়া ধুলোবালি নিয়ে
এপথে ওপথে ঘুরে।

প্রেমিকহৃদয়ে আলোড়িত করে
স্বপ্নের বাসা বাঁধে,
নব উদ্যমে দখিনের হাওয়া
মেতে উঠে আহ্লাদে।

শীতকাল শেষে পৃথিবীতে এসে
নতুন স্বপ্ন আঁকে,
ঋতুর রাজাকে ভালোবেসে হাওয়া
ফাগুনে-চৈত্রে থাকে।