মাঘ ও মেঘ
নিশিতে, নিবৃতে গুড়ি গুড়ি বৃষ্টি,
মাঘের কাঁপুনিতে আহা, এই কি সৃষ্টি।
বহিছে বায়ু, ডাকিছে না পক্ষীকুল,
আশ্চর্য এই কালের ধারা খুঁজিয়া হই ব্যাকুল।
মেঠো পথে হাঁটিতেছি,পাই যে ফুলের সুভাষ,
জমকালো ওই আকাশ থেকে, দিচ্ছে মেঘের আভাস।
মাঘ ও মেঘের হইলো মিলন
দ্বিপ্রহরের অবেলায়
শান্ত মন যে ক্লান্ত হয়ে
প্রহর গুনছে হারাবার।