এমন যদি হয়
ভাবছি বসে একলা আমি এমন যদি হয়,
যম করোনা এক্কেবারে হয়েই গেছে ক্ষয়!
তারই সাথে দূর হয়েছে সকল বদ-অভ্যাস,
মানুষ আবার নতুন করে করছে ভালোর চাষ।
ভুলেই গেছে ইতরামি আর মানুষ মারার খেল,
শূন্য পড়ে আছে দেশের নষ্টলোকের জেল।
মারণাস্ত্র না বানিয়ে, বানায় ওষুধপাতি,
চারিদিকে চিকিৎসালয়, সুখের মাতামাতি।
সুপার পাওয়ার বলতে কিছু নাই ধরণীর মাঝে,
হাতের সাথে হাত মিলিয়ে ব্যস্ত সবাই কাজে।
উন্নয়নের জোয়ারধারায় উন্নত সব দেশ,
এক করোনায় খারাপ যত হচ্ছে নিরুদ্দেশ।
ভালো হতো, ভালোই হতো, এইতো সবে চাই,
নতুন রূপে নতুন জীবন পাক হৃদয়ে ঠাঁই।