দাদুর ভীমরতি
দাদু আমার ঢং ধরেছে
পাকা চুলে রং করেছে
দেখতে যেন বয়স কুড়ি
ব্যায়াম করে কমায় ভুঁড়ি।
দাদু পড়ে টিশার্ট আর জিন্স
দেখছি বসে তার এসব সিন্স
হাতে ঘড়ি চোখে চশমা
বলছে দাদু দেখ কারিশমা।
এবার দাদু বলে কারণ
বিয়ের জন্য এই রূপ ধারণ
পাত্রী যেন হয় না বুড়ি
বয়স হবে উনিশ-কুড়ি।
তাইতো দাদু কলেজ গেটে
রোজ সকালে যাচ্ছে হেঁটে
পিছু করে বাড়ি যাচ্ছে
বাড়ি বাড়ি গালি খাচ্ছে।
বাবা আমায় বললো ডেকে
আমি কিন্তু যাবো বেঁকে
এবার-তোর দাদুকে সামলা
নইলে-খেতে হবে মামলা।