হলুদ ফুল
ফসল মাঠে ফোটে আছে
কত্ত হলুদ ফুল,
মনভোলানো রূপের ডালি
দেখে হই আকুল।
অলি, ভ্রমর, প্রজাপতি
ওড়ে ফুলের পাশে,
ফুলের মধু খেতে তারা
অনেক ভালোবাসে।
ফুলের রূপে মুগ্ধ হয়ে
ছবি তুলে লোকে,
সর্ষে ফুলের হাসির ঝিলিক
লেগে থাকে চোখে।
বিল্লাল মাহমুদ মানিক প্রকাশ:
ফসল মাঠে ফোটে আছে
কত্ত হলুদ ফুল,
মনভোলানো রূপের ডালি
দেখে হই আকুল।
অলি, ভ্রমর, প্রজাপতি
ওড়ে ফুলের পাশে,
ফুলের মধু খেতে তারা
অনেক ভালোবাসে।
ফুলের রূপে মুগ্ধ হয়ে
ছবি তুলে লোকে,
সর্ষে ফুলের হাসির ঝিলিক
লেগে থাকে চোখে।