তোষামোদকারী
স্বার্থের জন্য তোষামোদে
অন্যের ক্ষতি করে,
নিজের পকেট সকল সময়
রাখো তুমি ভরে!
তুমি বড় দুষ্ট অতি
তুষ্ট করে কাজে,
মিথ্যের ফাঁদে দিচ্ছ ফেলে
মানুষ তুমি বাজে।
সময় থাকতে দাও না তুমি
চাটুকারি ছেড়ে,
মিথ্যের ফাঁদে আর ফেলো না
খাচ্ছ মানুষ মেরে।
মা জননী ভালোবাসেন
স্বার্থ ছাড়া যেমন,
অসহায়কে ভালোবাসো
মায়ের মতো তেমন।
আকাশ বাতাস পাহাড় ভূমি
তাদের কাছে শেখো,
স্বার্থ ছাড়া ভালোবাসে
চক্ষু মেলে দেখো।