Skip to content

১০ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শনিবার | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মেঘের দেশের আলো

বিশ্বকবি রবীন্দ্রনাথ
হাসছে মিটিমিটি,
দ্রোহের কবি লিখছে বসে
সাম্যবাদের চিঠি।

শরৎচন্দ্র লিখছে নতুন
উপন্যাসের খসড়া,
পল্লীকবি জসীম উদ্‌দী ন
সাজান পদ্য পসরা।

সুকান্ত ওই ভাবছে বসে
হস্ত রেখে গালে,
শামসুর রাহমানের লেখা
চলছে ছন্দ-তালে।

সবাইকে একসাথে দেখে
লাগছে অনেক ভালো,
কোথায় তারা? ওই আকাশে
মেঘের দেশের আলো।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ