ঘুমের বাঁকে বাঁকে
ঘুমের বাঁকে বাঁকে স্বর্ণচাঁপা থাক
ঘুমের বাঁকে বাঁকে মৃত্যুর ডাক
ঘুমের বাঁকে বাঁকে এফোঁড় ওফোঁড়
সেলাই করে চলা, নশ্বর
এ শরীর, এ জীবন
রৌদ্র ছায়া তাপে, ঘন হয়ে আসা বন
সবুজের মায়া, এ দেহ কায়া
খরের মতো, আগুনে পুড়ে চলা শনশন।
নৌকো তবু এক ভাসমান হয়তো লাশের মতো
হয়তো কাশের মতো বাতাসে দুলছে
গাছের কচি পাতা প্রতিটি দিন চোখ মেলছে
মৃত্যুর বুকে বুকে স্বপ্নের ঘূর্ণিপাক
নরকের দুর্বিপাকে স্বর্গের ডাক
ঘুমের বাঁকে বাঁকে সদ্যজাত ফুল ফোটার মতো
তোমার বুকে এসে জুড়িয়ে যায়
আমার বুকে যত ক্ষত।
অনন্যা/জেএজে