কলি’র অপমৃত্যু
স্বপ্নগুলো মুখ থুবড়ে পড়েছে
শূন্যে ভাসে সব মৌলিক চাহিদাগুলো,
চিন্তা রেখা স্পষ্ট হয়ে উঠেছে ভালে
একটি আত্মহত্যা দাঁড়িয়ে আছে অসময়ে।
দারিদ্র্য দেয়ালে লেপ্টে আছে জীবনের গল্প
অতঃপর একটি কলি'র অপমৃত্যু।
তুহীন বিশ্বাস প্রকাশ:
স্বপ্নগুলো মুখ থুবড়ে পড়েছে
শূন্যে ভাসে সব মৌলিক চাহিদাগুলো,
চিন্তা রেখা স্পষ্ট হয়ে উঠেছে ভালে
একটি আত্মহত্যা দাঁড়িয়ে আছে অসময়ে।
দারিদ্র্য দেয়ালে লেপ্টে আছে জীবনের গল্প
অতঃপর একটি কলি'র অপমৃত্যু।