Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতু

বুকের ওপর সেতু মিলিয়ে দিয়েছে এপার ওপার
বুকের ওপর সেতু নিয়েছে আকাশের ভার ।

ঢেউয়ের তরঙ্গে এসে যেন মিলেছে তরঙ্গ
স্পর্ধিত ইতিহাস, বুক পেতে দিয়েছে সঙ্গ ।

জলের অক্ষরে লেখা থাক নদী, জলের অক্ষরে দেশ
জীবনে জীবনের সেতু মিলিয়েছ পদ্মা, ঘুচিয়ে স্বপ্নের ক্লেশ ।

আকাশ যেখানে ঝুঁকে আসে নিচে, বাতাস যেখানে শিরায়
তোমাতে আমাতে দেখা হবে ঠিক, দেখা হবে

বারংবার, প্রাণের দোরগোড়ায় ।

পদ্মারে ও পদ্মা
সেতু তো নাড়ি কাটা সন্তান
আর তুই আবহমান কালের মা ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ