Skip to content

১০ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শোকগ্রস্ত একুশ

একুশ মানে ঝরে যাওয়া কৃষ্ণচূড়া ফুল
ঘামে ভেজা ছিপছিপে মলিন দুপুর।
একুশ মানে শোকে স্তব্ধ রমনার বটমূল
মায়ের ঠোঁটে স্পষ্ট আর্তনাদের সুর।

একুশ মানে মূর্ছায়িত সবুজ বাংলাদেশ
লাশের স্তূপে’ই দণ্ডায়মান মৃত্যুপুরী।
একুশ মানে নববধূ পরিহিত সাদা শাড়ি
মিছিলে প্রকম্পিত ওই প্রভাতফেরি।

একুশ মানে বর্ণমালার আন্দোলিত কণ্ঠ
শফিকে’র শেষবার নেওয়া নিঃশ্বাস।
একুশ মানে জোয়ান ছেলের চাক্ষুস মৃত্যু
সন্তান হারা পিতার বিষাদময় প্রশ্বাস।

একুশ মানেই পকেটে ভেজা রক্তাক্ত চিঠি
সন্তানের অপেক্ষা পথ দেখা বারেবার।
একুশ মানে কালোরাত্রি পাকবাহিনীর ছল
ভাষার টানে দিলো প্রাণ রফিক, জব্বার।

একুশ মানে বারুদের ধোঁয়া ঢাকা আকাশ
বাঙালি জাতির গর্বে জাগানো প্রদেশ।
একুশ মানে বহমান পদ্ম নদীর স্রোতধারা
ক্ষুদিরামের কেনা সোনার বাংলাদেশ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ