বিরামচিহ্ন
আমার দুঃখের কোন সমাপন নেই,
আমার কষ্টের শেষে কোন দাঁড়ি নেই, কমা নেই,
এমন কি কোন প্রশ্নবোধক চিহ্নও নেই!
হাসির আড়ালে আমার বুকে দগদগে ক্ষত
আমার অনুক্ত ব্যথার পাশে বিস্ময়চিহ্নও বসেনি কখনো!
বিরামচিহ্নহীন বেদনার ঘানি আমি ক্রমাগত টেনে চলেছি
রাবারের মত কষ্টগুলো কেবল দুইদিকে প্রসারিত হচ্ছে
অথচ তোমার হাতেই কলম ছিল, কালি ছিল।
চাইলেই তুমি দিতে পারতে
আমার যন্ত্রণার পাশে একটা জুতসই বিরামচিহ্ন।