Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঝগড়া

পাশের বাড়িতে ঝগড়া লেগেছে
ভাইয়ে বোনে চিৎকার চেঁচামেচি, তুমুল ঝগড়া
খিস্তি-খেঁউড়, মা বাপের গুষ্ঠি উদ্ধার। 

 

আমাদের গরিবের পাড়া, দিনে রাতে মাঝে মাঝেই
এখানে ওখানে মদ খেয়ে এসে বা না-খেয়ে চুলোচুলি, ঝগড়াঝাঁটি হয়
একসময় আমিও সামলাতে যেতাম
দু'পক্ষের বিবাদের মাঝখানে পড়ে দু'চারটে কিল-ঘুষি এসে পড়তো শরীরে
দু'চারদিন পর দেখতাম ঝগড়ুটে দুজনে পাশাপাশি বসে চা খাচ্ছে, বিড়ি ফুঁকছে
এদিকে আমার কবুতর শরীরে, ব্যথা তখনো সারেনি। 

 

আজ রবিবার, সকাল থেকেই ঝগড়া লেগেছে
মেজাজটা তিতকুটে
রবিবার একটা মাত্র দিন বাজার-হাট করে এসে
একটু লিখতে বসতে পারি
এই ঝগড়ার চোটে লেখা এখন আমার মাথায় উঠেছে
পাশের বাড়িতে ঝগড়া লাগলে, ঘরে বসে আমিতো আর রাগ সংগীত শুনতে পারি না। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ