Skip to content

১০ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সবুজ গাঁয়ের রঙিন ছবি

হৃদয়ে মোর দেয় যে দোলা বসন্তের ওই বাতাস
হাওয়ার তালে নাচে দারুণ সবুজ তরু-ঘাস!
ওই সুদূরে নদীর বুকে বাইছে মাঝি নাও,
এ যেন এক রঙ্গিন ছবি আমার শ্যামল গাঁও।

দুষ্ট খোকা রোদ দুপুরেই উড়ায় শখের ঘুড়ি,
চৈতালি রোদ মেঘের সাথে খেলছে লুকোচুরি।
দখিন হাওয়া ঢেউ তুলেছে নবীন ধানের খেতে
সবুজ গাঁয়ের এমন ছবি মনে আছে গেঁথে।

দু ধারে তার ঢেউখেলানো পল্লবিত মাঠ
দূর্বাঘাসের গালিচাতে গাঁয়ের রাস্তাঘাট।
এ যেন এক রঙিন ছবি রঙ তুলিতে আঁকা
সবুজ-শ্যামল পল্লী মাতা মোর হৃদয়ে রাখা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ