নবান্ন দিনে
মাঠে মাঠে পাকা সোনা ধান
গন্ধ সুধায় ভরে মনপ্রাণ
নতুন ধানে আনন্দ হাসি গান,
নতুন চালের পিঠা পায়েস।
নানাবিধ আচার অনুষ্ঠান
গ্রামে গ্রামে সুরের ঐক্যতান,
মিলাদ মাহফিল কোরানখানি
দেবতার তরে পূজা অর্চনা।
নবান্নে চলে নবরূপে নবগান,
কাকবলি বীরবাশ শ্রাদ্ধাদি
নবান্নের দিনে পাড়ায় পাড়ায়
বহে যেন এক আনন্দ সমীরণ।