দুইটি কবিতা
ঘর বাঁধি
এসো দুজন মিলে এক হই
ঘর বাঁধি নদীর তীরে অথবা আম বাগানের
নির্জনতম স্থানে।
তোমার আমার ভালবাসায় আসুক এক দেব সন্তান
দুজনের ছোট্র ঘরে অভাব অনটন থাকলেও
প্রেম সহমর্মিতা সহানুভূতি থাকুক পরিপূর্ণ রূপে।
আমাদের ঘর হবে স্বর্গে থাকা এক কুঁড়ে ঘর
যেখানে ঈশ্বর বাস করে ন।
সেখান থেকে পবিত্রতা বিশুদ্ধতা অমৃত সুঘ্রাণ
আর আলো এসে আলোকিত করবে।
তুমি আমি এক গ্রহের দুটি অংশ
যা পৃথিবীর দুই প্রান্তে ছড়িয়ে রয়েছি,
এসো দুজন মিলে এক হই ;
মহাবিশ্বের বুকে এক নতুন ঠিকানা গড়ি ।
আঘাত
হে রূপসী বন্ধু,,,
তুমি আমাকে কত বড়ই না আঘাত করেছ
যে আঘাতে হিমালয় গুড়ো হয়ে যেতে পারতো ।।
তুমি আমার মন নিয়ে খেলেছ
যখন আমি প্রেমানলে পুড়ে দগ্ধ হচ্ছি
তুমি তখন দূরে নীরব দাঁড়িয়ে অথচ
আমি তোমার দুটি হাত কামনা করেছি
প্রার্থনা করেছি তোমার ভরাট কোমল বুক।
তুমি দূর থেকে আমায় শান্তনা দিতে চাইলে
জীবনভর পাশে থাকার প্রতিশ্রুতি করলে
অথচ আমি তোমার চুলের সুবাস আর
ঠোঁটের উষ্ণতা নিয়ে জীবন কাটাতে চেয়েছি।