এভাবেই দিন-রাত্রি
যার জ্বলে প্রশান্ত মহাসাগরে বরফখণ্ডের নিচেও জ্বলে,
যা চলে হিমালয়ের শক্ত পাথরের উপর দিয়েও চলে।
সেই তো বুঝে যার যায়,ভাগের মা ভবানী চিরকাল হায়
মনটা পোড়ে সুখে-দুঃখে,কারণে অকারণে ভীষম খায়।
কতক হাসে অন্যরা বানে ভাসে তায় কার আসে যায়?
কেউ হারে কেউ হারায় কেউ পড়ে কেউ উঠে দাঁড়ায়,
চলছে খেলা হরধম জনম মোহনায় যেন অবলীলায়।
কিছু বর যাত্রী বাকিরা শব যাত্রী এভাবেই দিন-রাত্রি,
জীবন মঞ্চের সহযাত্রী জানেনা কখন কার কালরাত্রি।
স্বজন থাকে পাশে কুজন যায় নাশে বোকা মরে উল্লাসে,
ধনী ধন তালাসে জ্ঞানী জ্ঞান অন্বেষে ঠাই নেয় ইতিহাসে।
অনন্যা/এসএএস