ক্ষমা করো
ওগো মালিক রহম করো আমি গুনাহগার
রোজ হাশরের কঠিন দিনে কেমনে পাবো পার?
আমলনামায় জমা আমার আছে অনেক পাপ
ওগো হাকিম করুণাময় আমায় করো মাফ ।
এই জীবনে করছি আমি কতো খারাপ কাজ
আল্লাহ আমায় ক্ষমা করো খুব অসহায় আজ ।
বাড়ছে মনে কষ্ট শুধু সঙ্গী পরাজয়
ওই কবরে কেমনে যাবো? মনে জাগে ভয় ।
ক্ষণে ক্ষণে করছি আমি অগণিত ভুল
মাথা ভরা চিন্তা আমার পাইনা খুঁজে কূল ।
এই জীবনের সময় একদিন হঠাৎ হবে শেষ
লোভ যে মনে ভরা খুবই আছে হিংসা দ্বেষ ।
কী যে উপায় হবে মাবুদ? তাইতো কাঁদে মন
নেইতো জোগাড় আমার কোনো পরকালের ধন ।
সকল আঁধার দূর করে দাও তোমার কাছে চাই
তোমার দয়া না যদি পাই শান্তি কোনো নাই ।