দোয়েল পাখি
দোয়েল পাখি দোয়েল পাখি
একটু শুনে যাও
দূরে দূরে থাকো কেন?
আমার আপন হও।
মিষ্টি সুরে শিস দিয়ে যাও
এসো আমার কাছে
আমার কথা শুনবে তুমি?
অনেক কথা আছে।
নিত্য ভোরে ফুলবাগিচায়
যায় তোমাকে দেখা
চুপটি করে দেখি তোমায়
আমি একা একা।
তোমার মিষ্টি ডাক শুনি যেই
মনের দুঃখ দূর
কার না এমন ভালো লাগে
মিষ্টি মধুর সুর।
আমার কাছে আসবে তুমি?
রাখব নাতো খাঁচায়
পাশে পাশে রাখব সদা
দিলাম ওয়াদা তোমায়।