পথ শিশু
আমি হলাম পথ শিশু,
হেলায় জীবন কাটাই,
হেথা হোথা ঘুরি ফিরি,
থাকার জায়গা নাই।
খোলা আকাশের নিচে,
বড় রাস্তায় ধার,
ছেড়া চাদর মুড়ি দিয়ে,
রাতটা করি পার।
মশা মাছি আছে যত,
চারিপাশে ঘোরে,
বিত্তশালী সবই তত,
থাকে দূরে দূরে।
কে আমার পিতা মাতা,
জানা হয়নি কভু,
এতটুকুই জানি শুধু,
সৃষ্টি করেছেন প্রভু।