Skip to content

আমি আসবো

আমি আসবো

আমি মেঘ হয়ে আসবো 
তোমার মনের কালো ছায়া 
দুর করে দিতে।

 

আমি বৃষ্টি হয়ে আসবো
তোমার হৃদয়ে থাকা 
ঘৃণা ভাসিয়ে দিতে।

 

আমি সুর হয়ে আসবো
তোমার মনের পাখিটাকে
সুরের তালে জাগিয়ে দিতে।

 

আমি তারা হয়ে আসবো 
তোমার চোখের আলোর 
রশ্মি বাড়িয়ে দিতে।

 

আমি রৌদ্র হয়ে আসবো 
তোমার স্যাঁতস্যাঁতে জায়গা 
গরমের তাপে শুকিয়ে দিতে।

 

আমি ফুল হয়ে আসবো 
তোমার মনের কাঁটাগুলো
ভালোবাসা দিয়ে সরিয়ে দিতে ।

 

আমি নীরবে নিভৃতে আসবো
তোমার অভিমানী মুখের রুমাল
আমার হাতে খুলে দিতে।

 

আমি বাতাস হয়ে আসবো
তোমার দুঃখ-কষ্ট কে 
দূর করে দিতে।