Skip to content

১৯শে মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শীতের ভোর

হিম কুহেলিকা নিয়ে শীত আসে বাংলার ঘরে
শীতের ভোরে আমজনতা গরম কাপড় পরে।
সকাল বেলার মিষ্টি রোদে বসতে ভালো লাগে
মনের মাঝে পিঠা খাওয়ার বড্ড স্বাদ জাগে।

সবুজ ঘাসে শিশির কণার দেখা যায় শুভ্র রূপ
খেজুর রসের পায়েস খেতে হরষ লাগে খুব।
সর্ষে ক্ষেতের হলুদ ফুলে দোলা লাগে মনে
পাখ পাখালির মধুর বুলি শোনা যায় বনে।

কৃষ্ণচূড়া পলাশ ডালে বসে রঙের মেলা
প্রজাপতি আপন মনে হর্ষে করে খেলা।
রবির কিরণ বেড়ে গেলে সবাই হয় ব্যস্ত
গায়ের গরম কাপড় ছেড়ে কাজে হয় ন্যস্ত।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ