শীত আসছে কনক কুমার প্রামানিক প্রকাশ: ৬ নভেম্বর ২০২২, ০১:০৫ পিএম শীত আসছে শীত আসছেহিম লাগে গায়,উত্তরের হিম বাতাসআসে খালি পায়।সকাল সাঁঝে শীত পড়েগায়ে শীত করে,উত্তরের হাওয়া এসেঢুকে পড়ে ঘরে।সকালবেলা সোনা রোদেরলুকোচুরি খেলা,দিন বেজায় ছোট্ট হয়েকেটে যায় বেলা। Share