সুখের নিকুঞ্জ
নীল অম্বরে যেমন টুকরো টুকরো
সাদা অভ্র ভেসে বেড়ায় সুখে-
আমার হৃদয় জুড়ে তেমন করেই
ভাসে তোমার ভালোবাসার খেয়া।
তোমার আহ্লাদী চাহনিতে খুঁজে পাই
হাজার সুখের নিকুঞ্জ,
ফোটে অজস্র পুষ্প বিলায় ভালোবাসার সুবাস,
আমি সুবাসে মাতোয়ারা বারে গভীর বিশ্বাস।
তুমি নির্বাক চেয়ে থাকো আমি হাসলে
তাইতো হাসি বারে বার,
তোমার সুখে নিজেকে বিলিয়ে
দিতে লাগে ভালো,
সুখের নিকুঞ্জে তুমি প্রভাতের আলো।