স্বপ্ন প্রহর
ভালোবাসার স্বপ্নের পরিধি ঠিক কতটুকু- জানা নেই,
তবে স্বপ্নেরা ডানা বাঁধে কল্পলোকের জগতে,
যেখানে কোন স্বপ্নের সীমা নেই; দু’টি হৃদয় দূর থেকে বহুদূরে
তবুও স্বপ্ন যেন এক,
সুপ্ত বাসনা গুলো একে একে প্রকাশ পায় কথার আড়ালে,
ভালোবাসার ফাল্গুন ছড়ায় চঞ্চলা ঝর্ণার ধারা।
কতনা কল্পকাহিনি বুনে চলে মনের গহীন আনমনে
সবকিছুই যেন ভরে থাকে প্রেমের মধুর মায়াবী ঘ্রাণে
কত অভিমান কত আহ্লাদ মনের দ্বারে উঁকি দেয়,
প্রভাতের রেশ যখন ছড়িয়ে পড়ে আঙিনার চারিপাশে,
স্বপ্নেরা বিদায় নেয় একে একে শূন্য করে চোখের পাতা,
অবশেষে দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই থাকে না বাকি,
নব প্রভাতের আলোয় নিজেকে আবার সতেজ করে,
অধীর অপেক্ষায় আবারও অপলক সেই স্বপ্ন প্রহরের আশায়।
তবুও কি মিষ্টি সে অপেক্ষা!