প্রেয়সী
ওগো প্রেয়সী,
তোমারই কারণে শর্বরী জাগরণে
নিদ্রা, তন্দ্রা ভুলিয়াছি প্রাণপণে।
দিয়াছ মন্ত্র, করিয়াছ যাদু
তোমারই কথোপকথনে কতই না মধু!
ভুলিয়াছি কর্ম, বুঝিয়াছি প্রেমের মর্ম
তোমারই কারণে মানি না ধর্ম।
তোমারই গুণেতে রূপেতে মজিয়া
বিদ্যা বুদ্ধি লুপ্ত হইয়া
নিজ গুণেতে কলঙ্ক লইয়া
হইয়াছি অসংযমী।